নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৫ই ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০৮
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গতকাল শনিবার থেকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের পরিবারের ছবি পোস্ট করে তার মেয়ের ছবিকে কেন্দ্র করে আরও দুইটি আপত্তিকর ছবি “গণশত্রুর মেয়ে হিজাবি গাভি! বাংলাদেশে হিজাবি, আমেরিকাতে উ’লঙ্গ গাভি।” শীর্ষক ক্যাপশনে প্রচার করা হয়। পোস্টে দাবি প্রচার করা হয়েছে, আপত্তিকর ছবি দুটি প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের মেয়ের এবং তা যুক্তরাষ্ট্রে অবস্থানকালে ধারণকৃত। তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা গেছে ছবিগুলো এডিট (সম্পাদনা) করে প্রচার করা হচ্ছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রেস সচিব শফিকুল আলমের মেয়ের ছবি দাবিতে প্রচারিত ছবি দুটি আসল নয় বরং পর্ণ অভিনেত্রী মিয়া খলিফার দুইটি ছবি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে তাতে শফিকুল আলমের মেয়ের মুখমণ্ডল বসিয়ে প্রচার করা হয়েছে।
এছাড়াও ‘ডিয়ারিও ডো পারা’ নামক একটি ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমেও প্রচারিত ছবিটি মিয়া খলিফার বলে উল্লেখ করা হয়। পাশাপাশি আরো একাধিক ওয়েবসাইটেও প্রচারিত ছবিটি মিয়া খলিফার ছবি বলে পাওয়া যায়।
অর্থাৎ, মিয়া খলিফার ছবি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে তাতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের মেয়ের মুখাবয়ব বসিয়ে দ্বিতীয় এই ছবিটি তৈরি করা হয়েছে।
সুতরাং, প্রেস সচিব শফিকুল আলমের মেয়ে দাবিতে প্রচারিত এই ছবি দুটি এডিটেড বা বিকৃত।