নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৪শে সেপ্টেম্বর ২০২৫, ২০:১০
দুর্নীতি দমন কমিশনকে ‘অর্থব প্রতিষ্ঠান’ আখ্যা দিয়ে এর কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বুধবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারতের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, “আপনারা জনগণের টাকা টাকা আত্মসাৎ করে নিউ ইয়র্কে, লন্ডনে, দুবাইয়ে, কানাডার আটোয়ায়, অস্ট্রেলিয়ার সিডনিতে বাড়ি বানিয়েছেন… অনেক সম্পদ তৈরি করেছে আপনারা জানেন… খবরে কাগজে উঠছে।
“সাবেক প্রধানমন্ত্রীর ভাগ্নি-আত্মীয়-স্বজন থেকে শুরু করে আওয়ামী লীগের মন্ত্রীরা কারো ৬০২টা সম্পদ পাওয়া গেছে, কারো ফ্ল্যাট পাওয়া যাচ্ছে, অজস্র টাকা পাওয়া যাচ্ছে।”
তিনি বলেন, “দুর্নীতি দমন কমিশনকে আদালত ২৪ হাজার ৮২৪ কোটি টাকা একেবারে স্পেসিফিকভাবে উদ্ধারের কথা বলেছে। দেশের বাইরে যে টাকাগুলো আছে দুদক সেগুলো উদ্ধার করবে। কিন্তু এই কমিশন এমনই অর্থব, এখনো পর্যন্ত সেই টাকাগুলো উদ্ধার করতে পারেনি, ফ্যাসিস্টের কোনো দোসরের শাস্তি দিতে পারেনি।
“যারা শেয়ার কিনেছে, যারা অবৈধভাবে জমি কিনেছে, যারা ব্যাংকে ডিপোজিট করেছে, সেগুলোর মধ্যে বাংলাদেশে যেগুলো আছে তো আছেই, কোথায় এসবের বিরুদ্ধে একটাও দৃষ্টান্তমূলক বিচার আমরা দেখতে পেলাম না এখনো। অর্থাৎ দুর্নীতি দমন কমিশন সক্রিয় নয়, তারা অর্থব হিসেবে কাজ করছে।”
পটুয়াখালী জেলা বিএনপির নতুন আহ্বায়ক নজরুল ইসলাম খান, সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, প্রথম যুগ্ম আহ্বায়ক এলিজা জামান, বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা, সদস্য সচিব হুমায়ুন হাসান শাহী, যুগ্ম আহ্বায়ক ফজলুল হক মাস্টারসহ কর্মীদের নিয়ে রিজভী এদিন জিয়ার কবর জিয়ারত করেন।
বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি, ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামান, সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, আবু সাঈদ খানসহ দুই জেলার নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।