রাজনীতি

দলীয় ব্যক্তিদের সরিয়ে দিন, নইলে মুখোশ খুলে দেব: সরকারকে জামায়াতের তাহের

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ই অক্টোবর ২০২৫, ১৮:৪৬

দলীয় ব্যক্তিদের সরিয়ে দিন, নইলে মুখোশ খুলে দেব: সরকারকে জামায়াতের তাহের




প্রশাসনে দলীয়করণ বন্ধ করে নিরপেক্ষদের পদায়নের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।


অন্তর্বর্তী সরকারের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, “প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান রাখছি, আপনি বিশ্বব্যাপী একজন গ্রহণযোগ্য মানুষ। যারা আপনাকে ব্যবহার করে বিতর্কিত করার চেষ্টা করছে, তাদেরকে সরিয়ে দিন।


“নতুবা আপনার গ্রহণযোগ্যতা বজায় থাকবে না। আপনি যদি তাদেরকে চিহ্নিত করতে না পারেন, আমাদের কাছে তালিকা আছে আপনি চাইলে আমরা তালিকা দিতে প্রস্তুত আছি। নতুবা আমরা জাতির সামনে তাদের মুখোশ উন্মোচন করতে বাধ্য হবো। পরবর্তীতে আপনাকেই এর সকল দায়-দায়িত্ব নিতে হবে।”



মঙ্গলবার পিআর পদ্ধতিতে জুলাই জাতীয় সনদের অন্তর্ভুক্ত করে গণভোটের দাবিসহ পাঁচ দফা দাবিতে ঢাকায় মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রাজধানীর মৎস্য ভবন মোড়ে ওই মানববন্ধনে অংশ নিয়ে তাহের কথা বলছিলেন। বাংলাদেশি পোশাক



সেখানে তিনি বলেন, যারা ত্রয়োদশ সংসদ নির্বাচনের দিনই গণভোটে দাবি রেখেছে তাদের


‘উদ্দেশ্য খারাপ’।



তিনি বলেন, “কারণ গণভোটে জুলাই সনদ পাস হয়ে গেলে জাতীয় নির্বাচন ব্যবস্থায় অনেক পরিবর্তন আসবে।



“নতুন ব্যবস্থায় নির্বাচন হলে তারা ভোট চুরি করতে পারবে না, কেন্দ্র দখল করতে পারবে না। জুলাই সনদের আইনি ভিত্তি হয়ে গেলে তারা ফ্যাসিবাদ কায়েম করতে পারবে না, একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবে না। এজন্য তারা জুলাই সনদের আইনি ভিত্তি ঠেকাতে নানাভাবে ষড়যন্ত্র করছে।”



জুলাই সনদ বাস্তবায়নে জনগণের মতামত জানতে জাতীয় নির্বাচনে ভোটের দিন আলাদা ব্যালটে ‘গণভোট’ চায় বিএনপি। অপরদিকে জামায়াতের দাবি সংসদ নির্বাচনের আগে নভেম্বরেই তা করতে হবে। সোমবার প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দলটির প্রতিনিধি দল বৈঠক করে এ সংক্রান্ত যুক্তি তুলে ধরেছে।