সারাদেশ

সুড়ঙ্গ খুড়ে সোনালী ব্যাংকে ডাকাতির চেষ্টা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ই ফেব্রুয়ারি ২০২৫, ১৬:১২

সুড়ঙ্গ খুড়ে সোনালী ব্যাংকে ডাকাতির চেষ্টা

লালমনিরহাটে সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নে সোনালী ব্যাংকের একটি উপশাখায় সুরঙ্গ করে ডাকাতির চেষ্টা করেছে দুর্বৃত্তরা।

খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সসদস্যরা ব্যাংকের চারদিক ঘিরে রেখেছে। নিরাপত্তার কারণে ব্যাংকের কাছে কাউকে যেতে দিচ্ছে না আইনশৃঙ্খলা বাহিনী।

সোমবার (২৭ জানুয়ারি) রাত দেড়টার দিকে সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের সোনালী ব্যাংকের উপশাখায় এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাত দেড়টার দিকে সদর উপজেলার বড়বাড়ী সোনালী ব্যাংকের উপশাখার পিয়ন টের পেয়ে চিৎকার দেন। পরে এলাকাবাসীর ছুটে এলে ব্যাংকের পেছনের দেয়ালে সুরঙ্গ দেখতে পান।

পরে স্থানীয়রা পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দিলে তারা এসে পুরো এলাকা ঘিরে রাখেন।

এদিকে ব্যাংকে থাকা টাকা লুট হয়েছে কিনা এ বিষয়ে কোনো মন্তব্য করেনি ব্যাংক কর্তৃপক্ষ। তবে এ বিষয়ে অনুসন্ধান চলছে বলেও জানান আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

বড়বাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা লিমন বলেন, ব্যাংকটি থেকে টাকাসহ অন্যকিছু খোয়া গেছে কিনা তা জানতে অনুসন্ধান চালাচ্ছে ব্যাংক কর্তৃপক্ষ, পুলিশ ও সেনাবাহিনী।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরনবী বলেন, তদন্ত চলছে। তদন্ত শেষ হলে বিস্তারিত তথ্য জানানো হবে।