নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৫ই ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৪১
রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণার জন্য আজ শনিবার বিকাল ৪টা পর্যন্ত সময়সীমা দিয়েছেন শিক্ষার্থীরা। এর মধ্যে দাবি মেনে না নিলে ‘ব্লকেড টু নর্থ সিটি’ কর্মসূচি ঘোষণা করবেন তারা। শনিবার বেলা সাড়ে ১১টায় এই ঘোষণা দেন আন্দোলনের সম্মুখ সারিতে থাকা কলেজের ১৮-১৯ সেশনের শিক্ষার্থী আলী আহমদ।
তিনি বলেন, ‘আজ ৪টা পর্যন্ত আমরা দেখব। এরমধ্যে আমাদের দাবি মেনে না নেয়া হলে ব্লকেড টু নর্থ সিটি পালন করব। তবে বিশ্ব ইজতেমার কথা চিন্তা করে রোববার ভোর ৬টা থেকে সকাল ১১টা পর্যন্ত ব্লকেড কর্মসূচি শিথিল থাকবে।’
এদিকে শনিবার চতুর্থ দিনের মতো অনশন করছেন শিক্ষার্থীরা। দাবি আদায় না হলে এই অনশন কর্মসূচিও চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।