রাজধানী

জাহাঙ্গীর গেটের সামনে চাকরিচ্যুত সেনা সদস্যদের অবরোধ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫ই ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৪৫

জাহাঙ্গীর গেটের সামনে চাকরিচ্যুত সেনা সদস্যদের অবরোধ

আওয়ামী লীগ সরকারের সময়ে চাকরিচ্যুত ও বাধ্যতামূলক অবসরে পাঠানো সেনা বাহিনীর সদস্যরা ঢাকার জাহাঙ্গীর গেইটের সামনে সড়ক অবরোধ করেছেন। তিন দাবিতে তারা রবিববার বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত সড়কটি অবরোধ করেন। 

চাকরিচ্যুত ও বাধ্যতামূলক অবসরে পাঠানো সশস্ত্র বাহিনীর সদস্যদের প্ল্যাটফর্ম ‘সহযোদ্ধা’র ব্যানারে  সকাল ৮টার দিকে অবরোধ কর্মসূচি শুরু হয়।

‘সামরিক বাহিনী সংস্কার চলছে, সাময়িক অসুবিধার জন্য দুঃখিত’ শীর্ষক ব্যানার প্রদর্শন করে জাহাঙ্গীর গেটের বিপরীত সড়কে দাঁড়িয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা

বেলা ১১টার দিকে তারা রাস্তা আটকে বসে পড়লে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বনানীর দিকে যাওয়া আসা এবং সেনানিবাসে প্রবেশ ও বের হওয়ার পথ বন্ধ হয়ে যায়। এতে আশপাশের এলাকায় ব্যাপক যানজট তৈরি হয়।

তাদের তিন দাবি হল-

১. বিগত সরকারের আমলে যারা চাকরি হারিয়েছেন, তাদের চাকরিচ্যুতির সময় থেকে বেতন, ভাতা এবং অন্যান্য সুযোগ-সুবিধাসহ চাকরিতে পুনর্বহাল করতে হবে।

২. যদি কাউকে কোনো কারণে চাকরিতে পুনর্বহাল করা না যায়, তাহলে সকল সরকারি সুযোগ সুবিধা দিয়ে তাকে পেনশনের আওতায় আনতে হবে।

৩. যে আইনি কাঠামো ও বিচার ব্যবস্থায় তাদের চাকরিচ্যুত করা হয়েছে, তার সংস্কার করতে হবে।

ট্রাফিক তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার তানিয়া সুলতানা বলেন, জাহাঙ্গীর গেইট এলাকায় যান চলাচল বন্ধ থাকায় চারপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। অন্যান্য সড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক রাখতে চেষ্টা করা হচ্ছে।