রাজধানী

শাহবাগে অবস্থান নিয়েছেন ইবতেদায়ি শিক্ষকরা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫ই ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৪৭

শাহবাগে অবস্থান নিয়েছেন ইবতেদায়ি শিক্ষকরা

স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের দাবিতে আবারও অবস্থান কর্মসূচি পালন করছেন ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা। গতকালের মতো আজ সোমবার (জানুয়ারি ২৭) ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনের রাস্তায় অবস্থান নিয়েছেন তারা।

তারা বলছেন, গতকাল সরকারের উচ্চ পর্যায়ের একটি টিম আমাদের সঙ্গে দেখা করেছেন। তারা বলেছেন, আজকে দিনের মধ্যে মন্ত্রণালয় থেকে এ বিষয় একটি সিদ্ধান্ত আসবে। আমরা আমাদের অবস্থান কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করছি। যদি আজকের মধ্যে মন্ত্রণালয় থেকে বিষয়টি সুরাহা না করে তাহলে সামনে বড় আন্দোলনের ডাক আসতে পারে।

এরআগে গেল রবিবার (২৬ জানুয়ারি) রাজধানীর শাহবাগ মোড়ে ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের বিক্ষোভ সমাবেশে লাঠিপেটা, কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ ও জলকামান ব্যবহার করেছে পুলিশ।