বিশেষ সংবাদ

বিশেষ সাক্ষাৎকারে জন চৌধুরী

পিক আওয়ারে বেশি ও অফ-পিকে কম টাকায় বিদ্যুৎ দিতে হবে

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬ই ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৩৮

পিক আওয়ারে বেশি ও অফ-পিকে কম টাকায় বিদ্যুৎ দিতে হবে

তার মতে, ঢাকার ছাদগুলোতে সোলার প্যানেল স্থাপন করা গেলে প্রচুর পরিমাণে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। শুধুমাত্র ঢাকার ছাদগুলোতে সোলার পাওয়ার প্ল্যান্ট স্থাপন করে ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা যেতে পারে। যা সাধারণত সাশ্রয়ের জন্য সুবিধাজনক হবে।

তবে, বর্তমান মিটারিং পদ্ধতি সঠিকভাবে কাজ না করার কারণে সোলার পাওয়ার ব্যবহারের পূর্ণ সম্ভাবনা না বলে জানান তিনি।

জন চৌধুরী আরও বলেন, সোলার পাওয়ারের সুবিধা পাওয়ার জন্য বিদ্যুৎ ডিস্ট্রিবিউশন লাইনে সোলার থেকে উৎপাদিত বিদ্যুৎ যুক্ত করার দরকার। সোলার পাওয়ার গ্রিডের সাথে যুক্ত হলে তা বিদ্যুৎ ব্যবহারের খরচ কমিয়ে আনতে সহায়ক হবে। 

উদাহরণ হিসেবে তিনি আমেরিকার চিত্র তুলে ধরেন। যেখানে সোলার পাওয়ার গ্রিডে সফলভাবে সংযুক্ত হয়ে বিদ্যুৎ খরচ কমানোর মাধ্যমে গ্রাহকদের সুবিধা প্রদান করা হচ্ছে। তিনি মনে করেন, বাংলাদেশে এ প্রযুক্তি একধাপ এগিয়ে গেলে বিদ্যুৎ সংকট নিরসন সম্ভব হতে পারে।