শিক্ষা

বাম-শিবির মুখোমুখি স্লোগানে উত্তপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৫ই আগস্ট ২০২৫, ২১:১১

বাম-শিবির মুখোমুখি স্লোগানে উত্তপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়



বাম-শিবির মুখোমুখি স্লোগানে উত্তপ্ত হয়ে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার (৫ আগস্ট) ছাত্র শিক্ষক মিলনায়তনের (টিএসসি) পায়রা চত্বর ও সবুজ চত্বরে শিবির ও বাম সংগঠনের নেতাকর্মীদের মধ্যে এই উত্তপ্ত স্লোগান বিনিময় হয়।


জানা গেছে, টিএসসির সবুজ চত্বরে জুলাই আন্দোলনের বর্ষপূর্তিতে শিবির আয়োজিত বিশেষ প্রদর্শনীতে জামায়াতের সাবেক বেশ কয়েকজন নেতা, যারা যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত তাদের ছবি প্রদর্শনীতে রাখলে আপত্তি জানান বাম সংগঠনের নেতাকর্মীরা। এসময় শিবিরের সম্মতিতে সহযোগী প্রক্টর রফিকুল ইসলামের উপস্থিতিতে ছবি নামানো হয়।



বাম সংগঠনের নেতাকর্মীরা এসময় প্রক্টরের গাড়ি আটকে রাখেন এবং জানান প্রক্টর না এলে তারা গাড়ি ছাড়বেন না। এমন দাবির পরিপ্রেক্ষিতে প্রক্টর এলে তারা ‘বাহ প্রক্টর চমৎকার, রাজাকারের পাহারাদার’ স্লোগান দেন। এতে ঘোলাটে পরিস্থিতির সৃষ্টি হয়।


এসময় শিবির ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপ দাদার’সহ বামবিরোধী স্লোগান দেয়।



ঘটনার পরিপ্রেক্ষিতে বাম সংগঠনের নেতাকর্মীরা তাৎক্ষণিক ৪টি দাবি উত্থাপন করেনে। সেগুলো হলো-

১. তাৎক্ষণিক যুদ্ধাপরাধীদের ছবি সরিয়ে নিয়ে আয়োজনটি বন্ধ করা।

২. এমন কর্মকাণ্ডের জন্য ছাত্রশিবিরকে জনসম্মুখে ক্ষমা চাওয়া।

৩. পরবর্তীতে এমন কর্মকাণ্ড যেন না ঘটে তার নিশ্চয়তা দেওয়া।

৪. বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপস্থিতিতে এমন ন্যক্কারজনক ঘটনা কীভাবে ঘটেছে তার ব্যাখ্যা এবং ক্ষমা চাওয়া।


অন্যদিকে এই ঘটনাকে একটি মহল মব সৃষ্টির মাধ্যমে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে উল্লেখ করে একটি জরুরি সংবাদ সম্মেলনের আহ্বান করেছে ছাত্রশিবির।