সর্বশেষ শিক্ষা

তিন গোয়েন্দার স্রষ্টা রকিব হাসানের চিরবিদায়

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫ই অক্টোবর ২০২৫, ১৮:২৭

তিন গোয়েন্দার স্রষ্টা রকিব হাসানের চিরবিদায়





নব্বই দশকের বাংলাদেশের অগণিত কিশোর-কিশোরীর সবুজ মনকে রোমাঞ্চে রাঙানো লেখক,তিন গোয়েন্দার স্রষ্টা রকিব হাসান আর নেই।

বুধবার ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে তার মৃত্যু হয় বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।


গণস্বাস্থ্য কেন্দ্রের সমন্বয়ক ডা. মুহিব উল্লাহ খন্দকার বলেন, “দুপুরের পর ডায়ালাইসিস করাতে এসেছিলেন রকিব হাসান। তবে ডায়ালাইসিস শুরুর আগেই তিনি অজ্ঞান হয়ে পড়েন। তিনি ওয়েটিংয়ে ছিলেন। অজ্ঞান হয়ে পড়লে তাকে হাসপাতালেই চিকিৎসা দেওয়ার চেষ্টা হয়, কিন্তু বাঁচানো যায়নি।”



রবার্ট আর্থারের ‘থ্রি ইনভেস্টিগেটরস’ সিরিজ থেকে বাংলায় তিন গোয়েন্দার সূচনা হলেও রকিব হাসানের লেখনিতে তা ভিন্ন মাত্রা পায়।