নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২ই ফেব্রুয়ারি ২০২৫, ০০:৪১
জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর সহিংস ঘটনার স্থির চিত্র ও ভিডিও ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। যদি কারও কাছে এমন কোনো প্রমাণ থাকে, তাহলে তাকে সেগুলো এ সংক্রান্ত ওয়েবসাইটে (andolonerchobi.police.gov.bd) আপলোড করতে অনুরোধ জানানো হয়েছে।
আজ রবিবার (৯ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন আহ্বান জানিয়েছে পুলিশ হেডকোয়াটার্স। আগামী ১১ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি সময়ের মধ্যে তথ্য-প্রমাণ আপলোড করতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বছরের ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত গণ-আন্দোলনকালে ছাত্র-জনতার ওপর হামলা, হত্যা ও গুলিবর্ষণের ঘটনার তথ্য-প্রমাণ ও ডিজিটাল প্রমাণাদি সংগ্রহ করা হচ্ছে। যেসব নাগরিকের কাছে সংশ্লিষ্ট কোনো ছবি কিংবা ভিডিও রয়েছে, তারা চাইলে সেগুলো পুলিশকে সরবরাহ করতে পারেন।
এ সংক্রান্ত একটি ওয়েবসাইট (andolonerchobi.police.gov.bd) খোলা হয়েছে, এখানেই সবাইকে ছবি ও ভিডিও আপলোড করতে বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একটি মোবাইল নম্বর দিয়ে প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ১টি এবং প্রতিদিন সর্বোচ্চ ৫টি করে স্থির চিত্র ও ভিডিও ফুটেজ আপলোড করা যাবে।
প্রতিটি ফাইল আপলোডের আগে আপলোডকারীর মোবাইল নম্বরে একটি ওটিপি পাঠানো হবে। আপলোডকৃত ফাইলগুলো আপলোডকারীর মোবাইল নম্বর দিয়ে লগ-ইন করে পরবর্তীতে দেখা যাবে।