সারাদেশ

সাঈদীর মৃত্যু নিয়ে জামায়াতের আমির যা বললেন

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ই ফেব্রুয়ারি ২০২৫, ১৬:০৪

সাঈদীর মৃত্যু নিয়ে জামায়াতের আমির যা বললেন

মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদীকে আওয়ামী লীগ সুপরিকল্পিতভাবে হত্যা করেছে বলে অভিযোগ করেলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। গতকাল কক্সবাজার সরকারি কলেজ মাঠে এক সমাবেশে তিনি এ অভিযোগ করেন।

জেলা জামায়াত আয়োজিত সমাবেশে ডা. শফিকুর রহমান আরও বলেন, জামায়াতের শীর্ষ পর্যায়ের নেতাদেরকেও আওয়ামী লীঘ পরিকল্পিতভাবে হত্যা করেছে। 

সমাবেশে জামায়াতের আমির বলেন, ৫ আগস্টের পরও দেশে দুর্বৃত্তায়ন, চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ হয়নি। যতদিন বাংলাদেশে দুর্নীতি এবং এসব অপরাধ চলবে ততদিন তার দল আন্দোলন করে যাবে। 

তিনি আরও বলেন, "আমাদের ১১ জন শীর্ষ নেতা অবিচারের শিকার হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তাদের ঠান্ডা মাথায় বিচারের নামে হত্যা করা হয়েছে। আমরা প্রতিশোধে বিশ্বাস করি না, তবে অবশ্যই অপকর্মের বিচার চাই।"

জামায়াতের আমির ২৪-এর গণহত্যার বিচারের দাবি করেন। একই সাথে তিনি প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত সুষ্ঠু নির্বাচন দিয়ে অন্তর্বর্তী সরকারকে সম্মানজনকভাবে বিদায় নিতে বলেন।

দেলাওয়ার হোসেন সাঈদী ছিলেন একজন ইসলামি পণ্ডিত, বক্তা, রাজনীতিবিদ এবং সাবেক সংসদ সদস্য। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯৯৬ এবং ২০০১ সালের জাতীয় নির্বাচনে পিরোজপুর-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তবে, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত হয়ে তিনি আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত হন। জীবনের শেষ ১৩ বছর তিনি কারাগারে কাটিয়েছেন এবং ২০২৩ সালের ১৪ আগস্ট কারাগারেই মৃত্যুবরণ করেন। তবে জামাত ইসলামের বিভিন্ন নেতা কর্মীদের দাবি, তিনি কারাগারে মৃত্যুবরণ করেননি বরং তাকে হত্যা করা হয়েছে।