নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৪ই ফেব্রুয়ারি ২০২৫, ১৬:০৫
গাজীপুরে শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের সমর্থক সন্দেহে ৪০ জনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
গাজীপুরের পুলিশ সুপার চৌধুরী জাবের সাদেক জানান, 'অপারেশন ডেভিল হান্ট' পরিচালনা শেষে জেলার বিভিন্ন এলাকা থেকে ৪০ জনকে আটক করা হয়েছে।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে জেলায় শিক্ষার্থী ও বেসামরিক নাগরিকদের ওপর সহিংস হামলার পর দেশব্যাপী অভিযান শুরু করে সরকার।
এর পরিপ্রেক্ষিতে শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করে আইনশৃঙ্খলা রক্ষা ও দোষীদের বিচারের আওতায় আনতে অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।
শুক্রবার রাতে গাজীপুর মহানগরীর দক্ষিণখানে আওয়ামী লীগের সব চিহ্ন ভাঙচুর ও ধ্বংস করতে আসা জনতার অন্তত ১৪ জন আহত হয়েছেন। মুক্তিযুদ্ধ বিষয়ক সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাসভবনে হামলার সময় এ ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পরে তাদের মধ্যে কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।