সারাদেশ

এবার ওবায়দুল কাদেরের বাড়ি ভাঙা শুরু

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ই ফেব্রুয়ারি ২০২৫, ১৬:০৮

এবার ওবায়দুল কাদেরের বাড়ি ভাঙা শুরু

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পৈত্রিক বাড়ি ভাঙা শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ছাত্র-জনতা পরিচয় শত শত মানুষ নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বড় রাজাপুর গ্রামেরে বাড়িতে ভাঙচুর এ আগুন দেয়।

এর আগে ৫ আগস্টেও বাড়িটি ভাঙা হয়েছিল পরে আবার সেটি সংস্কার করেছিল ওবায়দুল কাদেরের লোকজন।

এর আগে বৈষম্যবিরোধী আন্দোলনের নোয়াখালী জেলার সমন্বয়করা বাড়িটি ভাঙার ঘোষণা দেন। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে ফেসবুকে দেওয়া এক পোস্টে তারা বলেন, "নোয়াখালীর বিপ্লবীরা, বুলডোজার নিয়ে প্রস্তুত থাকুন। মার্চ টু কাউয়া কাদেরের বাড়ি! আজ বেলা ১১টা।

ওবায়দুল কাদেরের জন্ম কোম্পানীগঞ্জ উপজেলার বড় রাজাপুর গ্রামে। সেখানে তার বাবা-মায়ের কবর রয়েছে। 

বাড়ির চারপাশে থমথমে পরিবেশ এবং স্থানীয়রা বাড়িটি দেখার জন্য ভিড় করছে।