নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৪ই ফেব্রুয়ারি ২০২৫, ০৪:১০
সাবেক প্রধামন্ত্রী শেখ হাসিনা আগামীকাল বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ৯টায় দেশের ছাত্রসমাজের উদ্দেশে বক্তব্য রাখবেন।
আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাতে ফেসবুকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ভেরিফায়েড পেজ থেকে এক পোস্ট দিয়ে এই তথ্য জানানো হয়।
পোস্টে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে শেখ হাসিনার এই ভাষণ প্রচারিত হবে।
এদিকে, আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এক পোস্ট দিয়ে বলা হয়, ৬ ফেব্রুয়ারি রাত ৯টায় ‘দায়মুক্তি’ শিরোনামে এক লাইভ অনুষ্ঠানে যুক্ত হয়ে নেতাকর্মীদের দুঃখ-দুর্দশার কথা শুনবেন শেখ হাসিনা।
উল্লেখ্য, গত ৫ অগাস্ট প্রবল ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর পালিয়ে ভারতে চলে যান শেখ হাসিনা। প্রথমে বেশ কিছুদিন নীরব থাকলেও পরবর্তীতে বিভিন্ন জায়গার দলীয় নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়াল যোগাযোগ রাখতে দেখা গেছে তাকে।