জাতীয়

হরতাল সমর্থনে সারা দেশে বিক্ষোভ-মিছিল

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০শে জুলাই ২০২৫, ২০:১০

হরতাল সমর্থনে সারা দেশে বিক্ষোভ-মিছিল

গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ‘সর্বাত্মক’ হরতাল ডেকেছিল আওয়ামী লীগের চার সংগঠন। যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, জাতীয় শ্রমিক লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ এক যৌথ বিবৃতিতে এ কর্মসূচির ডাক দেয়। আওয়ামী লীগ ও সংগঠনগুলোর নিজেদের ফেইসবুক পেইজে বিবৃতিটি প্রকাশের পাশাপাশি সংবাদমাধ্যমেও তা পাঠানো হয়। হরতালের সমর্থনে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হরতালের সমর্থনে ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়। এছাড়া রাস্তায় টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ করা হয়।


আওয়ামী লীগ ও সংগঠনগুলোর নিজেদের ফেইসবুক পেইজ সূত্রে জানা গেছে, হরতাল সমর্থনে বাংলাদেশ ছাত্রলীগেরে কেন্দ্রীয় নির্বাহী সংসদের নেতৃবৃন্দ রবিবার সকাল ৭টায় রাজধানীর ব্যস্ততম ধানমন্ডি-২৭ এলাকায় বিক্ষোভ মিছিল করেছে। রাজধানীর সায়েন্স ল্যাবরেটরিতে ঢাকা কলেজ ছাত্রলীগের উদ্যোগে সড়কে আগুন জ্বালিয়ে প্রতিবাদ করেছে। যাত্রাবাড়ীতে মহানগর দক্ষিণ আওয়ামী লীগের হরতালের সমর্থনে মিছিল অনুষ্ঠিত হয়। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে গাজীপুর মহানগর ছাত্রলীগের হরতাল কর্মসূচি পালন করে। এছাড়া নারায়নগঞ্জ জেলা ও মহানগর ছাত্রলীগের নেতা-কর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মশাল মিছিল করেছে। হরতাল সফল করার লক্ষ্যে শনিবার রাতে কিছু সময় নরসিংদীতে, সড়ক অবরোধ বিক্ষোভ জানিয়েছে আওয়ামী লীগ নেতাকর্মীরা। এছাড়া ভোলা জেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা বরিশাল-ভোলা মহাসড়ক বিক্ষোভ প্রদর্শন করে, সিলেট ও নওগাঁ জেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে।


এছাড়া আওয়ামী লীগ সমর্থিত অপর একটি পেইজে কিছু কর্মসূচির ভিডিও প্রকাশ করা হয়। এতে দেখে গেছে, রাজধানীর সায়েন্স ল্যাবরেটরিতে ঢাকা কলেজ ছাত্রলীগের উদ্যোগে সড়কে আগুন জ্বালিয়ে প্রতিবাদ করেছে। ঢাকা দক্ষিণ জেলা ছাত্রলীগের ব্যানারে বসিলা ব্রিজ সংলগ্ন কেরানীগঞ্জ এলাকায় আগুন জ্বালিয়ে প্রতিবাদ করে। এছাড়া কিশোরগঞ্জ জেলার কর্মীরা, বাগেরহাট-ঢাকা মহাসড়কে ফকিরহাট বাজার সংলগ্ন এলাকায় আগুন জ্বালিয়ে প্রতিবাদ করে বাগেরহাট জেলা ছাত্রলীগ। মহাসড়কে আগুন জ্বালিয়ে প্রতিবাদ করে লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের কর্মীরা। হরতালের সমর্থনে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা ছাত্রলীগের রেললাইন অবরোধ কওে প্রতিবাদ করেছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়নগঞ্জ জেলা ও মহানগর ছাত্রলীগের কর্মীরা আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে প্রতিবাদ করেছে। ঢাকা-পঞ্চগড় মহাসড়কে আগুন জ্বালিয়ে প্রতিবাদ করে পঞ্চগড় জেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা। গোপালগঞ্জে গণহত্যার প্রতিবাদে ঢাকা-কাজীপুর মহাসড়কে আগুন জ্বালিয়ে প্রতিবাদ করে সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা।

এছাড়া গোপালগঞ্জে গণহত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলা ছাত্রলীগ আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেছে। সিলেট-জকিগঞ্জ সড়কে আগুন জ্বালিয়ে প্রতিবাদ করে সিলেট জেলা ছাত্রলীগের কর্মীরা। যমুনা সেতু সংলগ্ন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আগুন জ্বালিয়ে প্রতিবাদ করে টাঙ্গাইল জেলা ছাত্রলীগের কর্মীরা। ঝালকাঠি-বরিশাল মহাসড়কের বিসিবি শিল্পনগরীর সামনে ও ঝালকাঠি কলেজ মোড়ে আগুন জ্বালিয়ে প্রতিবাদ করে ঝালাকাঠি জেলা ছাত্রলীগের কর্মীরা। সিরাজগঞ্জ শহরের প্রধান সড়কে আগুন জ্বালিয়ে প্রতিবাদ করে সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের কর্মীরা। বাগেরহাট-নোয়াপাড়া সড়কে আগুন জ্বালিয়ে প্রতিবাদ করে বাগেরহাট জেলা ছাত্রলীগের কর্মীরা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেলপথে আগুন জ্বালিয়ে প্রতিবাদ করে বাংলাদেশ ছাত্রলীগ, কুমিল্লা মহানগর শাখা। ছাত্রলীগের বরগুনা জেলা শাখার কর্মীরা বরিশাল - বরগুনা মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছে। মিরেরসরাইয়ে চট্টগ্রাম উল্টর জেলা ছাত্রলীগের কর্মীরা আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে।