নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৩ই সেপ্টেম্বর ২০২৫, ১৮:৫৩
ঢাকার আগারগাঁওয়ে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছেন ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের নেতাকর্মীরা।
আজ শনিবার বেলা সাড়ে ৩টার দিকে বেতার ভবনের সামনে থেকে আগারগাঁও মেট্রোরেল স্টেশন পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন তারা। মিছিল থেকে দুজনকে আটক করার তথ্য দিয়েছে পুলিশ।
মিছিলে থাকা আওয়ামী লীগের এক নেতা বলেন, "জননেত্রী শেখ হাসিনাসহ সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে সরকার হয়রানি করছে। অবৈধ সরকার যা ইচ্ছে তাই করছে, এর প্রতিবাদে মিছিল করেছি।"
মিছিলের আশপাশে থাকা একজন পুলিশ সদস্য বলেন, "বেতার ভবনের সামনে থেকে জড়ো হয়ে কয়েকশ লোক স্লোগান দিতে দিতে আগারগাঁও মেট্রোরেলের দিকে চলে গেছেন।”
আরেকজন প্রত্যক্ষদর্শী বলেন, “মিছিলে অংশগ্রহণকারীরা ‘শেখ হাসিনা, শেখ হাসিনা, জয় বাংলা’; ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশে হাঁসবে’; ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’; ‘হাঠাও ইউনূস, বাঁচাও দেশ’ ইত্যাদি স্লোগান দিয়ে চলে গেছেন।”
শের-ই-বাংলা নগর থানার ওসি মো. ইমাউল হক বলেন, “মিছিল করার সময় দুজনকে আটক করা হয়েছে।”
সরকারবিরোধী আন্দোলনে ক্ষমতা হারিয়ে ২০২৪ সালের ৫ অগাস্ট দেশ ছেড়ে ভারতে চলে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিন দিন পর ৮ অগাস্ট গঠন করা হয় অন্তর্বর্তী সরকার।
এরপর একে একে গ্রেপ্তার হতে থাকেন আওয়ামী লীগের মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ শীর্ষ পর্যায়ের নেতা ও প্রভাবশালী সংসদ সদস্যরা। আওয়ামী লীগের সঙ্গে জোটে থাকা অন্যদলগুলোর কয়েকজন নেতাকেও গ্রেপ্তার করা হয়।
আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের অধিকাংশই রয়েছেন আত্মগোপনে। ফলে নিয়মিত রাজনৈতিক কর্মসূচিতেও তারা নেই।
আন্দোলন দমাতে শত শত মানুষকে হত্যার মতো মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনাসহ আওয়াম লীগ নেতাদের বিচারের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। আর সেই বিচার শেষ না হওয়া পর্যন্ত দলটির সব ধরনের কার্যক্রমে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
তবে মাঝেমধ্যে ঢাকাসহ সারা দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ কর্মীদের ঝটিকা মিছিলের খবর আসে। কখনো কখনো মিছিল থেকে ধরপাকড়ও করা হয়।
রাজধানীতে আওয়ামী লীগের নেতাকর্মীরা সবশেষ মিছিল করেন শুক্রবার। সেদিন বাংলামোটরে কয়েকশত নেতাকর্মী মিছিল নিয়ে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের দিকে যান।
এর আগে গত ৩১ অগাস্ট ধানমন্ডির ২৭ নম্বর রোডে রাফা প্লাজা সংলগ্ন সড়ক থেকে শংকরের বাংলাদেশ আই হসপিটালের সামনের সড়ক পর্যন্ত মিছিল করতে দেখা যায় তাদের।
৫ অগাস্ট তারা মিছিল করেন তেজগাঁও নাবিস্কো এলাকায়; ‘ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ’ ব্যানারে।
এর সপ্তাহ খানেক আগেও গুলিস্তানের বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেইটে আওয়ামী লীগের নেতাকর্মীকে বিক্ষোভ করতে দেখা যায়।