নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৩ই ফেব্রুয়ারি ২০২৫, ০০:০৮
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির নিচে কয়েক তলাবিশিষ্ট নতুন বেজমেন্টের সন্ধান মিলেছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, মাটির নিচে একাধিক তলা রহস্যজনকভাবে পানিতে পরিপূর্ণ!
বেজমেন্টে খবর ছীড়য়ে পড়ার পর ৩২ নম্বরের বাড়ির নিচে ‘আয়নাঘর’ রয়েছে বলে কথা চাউর হতে থাকে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকাল থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে আলোচনা-সমালোচনা ছড়িয়ে পড়ে।
এরই মধ্যে একটি সংবাদমাধ্যমের তোলা ভিডিও ছড়িয়ে পড়েছে। তাতে কিছু বাচ্চাদের কাপড়, স্কুল ড্রেস, জুতা ইত্যাদি দেখা যাচ্ছে। ময়লায় জড়ানো এসব জিনিস দেখিয়ে দাবি করা হচ্ছে, এখানে ছাত্রদের গুম করা হয়ে থাকতে পারে।
সেখানে মানুষের মাথার চুলও পাওয়া গেছে বলে উল্লেখ করেছেন কয়েকজন। অনেকে সামাজিক মাধ্যমে স্ট্যাটাস দিয়ে এ বিষয়ে মতামত দিচ্ছেন, কেউ কেউ বিষয়টির সত্যতা যাচাই করে আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত তদন্তের আহ্বান জানাচ্ছেন।
নিবার (৮ ফেব্রুয়ারি) বেসরকারি একটি গণমাধ্যমের ক্যামেরায় উঠে এসেছে ৩২ নম্বরের ভবনটির নিচের কক্ষগুলোয় স্কুল কলেজের ছাত্রদের প্যান্ট,ব্যাগ,জুতা। প্রত্যক্ষদর্শীদের সন্দেহ, জুলাই আন্দোলন চলাকালে নিহত স্কুল কলেজের শিক্ষার্থীদের এখানে এনে লাশ গুম করা হয়ে থাকতে পারে।
তাদের দাবি, যত দ্রুত সম্ভব ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে রহস্যেল উন্মোচন এবং কেউ দোষী হলে তাদের শাস্তির আওয়াত নিয়ে আসতে হবে।