রাজনীতি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

হাসনাত-সারজিসরা যেসব আসনে ভোট করতে পারেন

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ই ফেব্রুয়ারি ২০২৫, ০৪:০২

হাসনাত-সারজিসরা যেসব আসনে ভোট করতে পারেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের রাজনীতি সরগরম হয়ে উঠতে শুরু করেছে। বিএনপি কয়েক মাস আগেই শরিকদের কিছু আসনের ব্যাপারে আশ্বাস দিয়েছে। নিজেদের নেতাদের সে ব্যাপারে বার্তা দিয়েছে। জামায়াতে ইসলামীও বিভিন্ন স্থানে অনানুষ্ঠানিকভাবে প্রার্থি দিতে শুরু করেছে। অন্যদিকে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নতুন রাজনৈতিক দল গঠনের কাজ এগিয়ে নিচ্ছে। ধারণা করা হচ্ছে, চলতি মাসের শেষেই এই নতুন দল আত্মপ্রকাশ করতে পারে। 

শিক্ষার্থীদের নতুন দলে জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া শিক্ষার্থী ও তরুণরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। নতুন দলের বেশ কয়েকজন সম্ভাব্য প্রার্থীর নাম ইতোমধ্যে আলোচনায় এসেছে। এরই মধ্যে চারটি আসনে প্রার্থীর নাম সামনে এসেছে। আলোচনা চলছে ৩০০ আসনে নিয়েই।

একাধিক সূত্র জানায়, আসন্ন নির্বাচনে রংপুর-৪ আসন থেকে নির্বাচনে করতে পারেন নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন। এ ছাড়া পঞ্চগড়-১ থেকে নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম, কুমিল্লা-৪ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, নোয়াখালী-৬ আসনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসুদ নির্বাচন করবেন বলে অনেকেটাই নিশ্চিত। অন্যদের মধ্যে নাগরিক কমিটির কেন্দ্রীয় নির্বাহী সদস্য মুহাম্মদ হাসান আলী চট্টগ্রামের কোনো একটি আসন থেকে নির্বাচন করবেন বলে আলোচনা হচ্ছে।