নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৪ই ফেব্রুয়ারি ২০২৫, ০৪:০৪
অপারেশন ডেভিল হান্টের জন্য দোয়া করছেন জামায়াতে ইসলামীর সাবেক আমির প্রয়াত গোলাম আযমের পুত্র অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমী।
ফেসবুকে এক পোস্টে তিনি লিখেছেন, নামটা কে ঠিক করেছে জানি না। আমার খুবই পছন্দ হয়েছে। তবে, 'ডেভিল লীগ হান্ট' বা 'লীগ হান্ট' হলে আরো ভালো হতো।
তিনি আরও বলেন, 'লীগশূন্য বাংলাদেশ, শান্তির বাংলাদেশ' - এখন থেকে এটাই হোক আমাদের সবার স্লোগান। সাবাশ বাংলাদেশ।
"অপারেশন ডেভিল হান্ট" নামে শনিবার সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান শুরু হয়েছে। গাজীপুরের সাম্প্রতিক সহিংস ঘটনার পরিপ্রেক্ষিতে এই অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। সরকার বলছে, দেশব্যাপী সন্ত্রাসবাদ দমন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং অপরাধীদের আইনের আওতায় আনাই এর মূল লক্ষ্য।