নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৪ই ফেব্রুয়ারি ২০২৫, ০৪:০৫
বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিবর্তন ফরাসি বিপ্লবের পথ অনুসরণ করতে পারে বলে মনে করেন প্রবাসী অ্যাক্টিভিস্ট ও ইউটিউবার পিনাকী ভট্টাচার্য। তবে এর 'পরিপূর্ণ স্থিতিশীলতা পেতে এক দশক সময় লাগতে পারে' বলে তিনি উল্লেখ করেছেন। শনিবার (৮ ফেব্রুয়ারি) ফেসবুক স্ট্যাটাসে তিনি এ কথা বলেন।
পিনাকী ভট্টাচার্য বলেন, ফরাসি বিপ্লবের (১৭৮৯) পর ফ্রান্স দীর্ঘ সময় ধরে অরাজকতা ও রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে গেছে। চারটি প্রধান ধাপে বিপ্লবের গতি নির্ধারিত হয়—রাজতন্ত্রের পতন, সন্ত্রাসের রাজত্ব, দুর্বল শাসন এবং অবশেষে একজন শক্তিশালী নেতার ক্ষমতা গ্রহণ।
তার ভাষ্য, "ফরাসি বিপ্লবের পর রাজনৈতিক স্থিতিশীলতা আনতে প্রায় ১০ বছর লেগেছিল। একইভাবে, বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনও বিভিন্ন পর্যায় পার হবে এবং অবশেষে একজন সাহসী, বলিষ্ঠ ও জনপ্রিয় নেতা আবির্ভূত হবেন, যিনি জাতিকে নতুন পথে এগিয়ে নেবেন।"
কে হতে পারেন সেই নেতা স্পষ্ট তার নাম উল্লেখ না করে তিনি বলেন, গাজীপুরের সাম্প্রতিক ঘটনাপ্রবাহ সেই পরিবর্তনের সূচনা মাত্র। আমাদের এখন সেই অনাগত উজ্জ্বল নেতার জন্য প্রস্তুতি নিতে হবে, যিনি দেশকে স্থিতিশীলতা ও নতুন দিশা দেখাবেন।
পিনাকী ভট্টাচার্য মনে করেন, বর্তমানে বাংলাদেশ এক রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে, যা বৈশ্বিক রাজনৈতিক গতিশীলতার সঙ্গে সংযুক্ত। তিনি আশাবাদ প্রকাশ করেন যে, সময়ের সঙ্গে সঙ্গে এই পরিবর্তনের ধরণ আরও স্পষ্ট হয়ে উঠবে এবং দেশ একটি নতুন রাজনৈতিক নেতৃত্বের অভিমুখে এগিয়ে যাবে।