রাজনীতি

‘দাম্ভিকতাই’ হাসিনার পতনের কারণ: গোলাম পরওয়ার

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ই ফেব্রুয়ারি ২০২৫, ০৪:০৮

‘দাম্ভিকতাই’ হাসিনার পতনের কারণ: গোলাম পরওয়ার

‘দাম্ভিকতার’ জন্যই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন হয়েছে বলে মনে করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ বুধবার সকালে খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে ‘জুলাই ২০২৪ বিপ্লবের শহীদ’ গ্রন্থের মোড়ক উন্মোচনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, ‘হেলিকপ্টার থেকে গুলি, নিহতদের পুড়িয়ে হত্যাসহ নানা অত্যাচার-নির্যাতনে আল্লাহর আরশ কেঁপেছে, মানুষের মন কেঁদেছে কিন্তু শেখ হাসিনার হৃদয় কাঁপেনি। বরং কোটা আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্রদেরকে রাজাকার বলে দাম্ভিকতা দেখিয়েছেন। হাসিনার সেই দাম্ভিকতাই তার পতনের কারণ হলো।’

জামায়াতে ইসলামীর এই নেতা বলেন, ‘জুলাই আন্দোলনের শহীদরা কোনো দলের নয়; তারা জাতীয় সম্পদ, জাতীয় বীর।

‘জুলাই ২০২৪ বিপ্লবের শহীদ’ গ্রন্থ সম্পর্কে তিনি বলেন, ‘২৩টি গ্রুপে বিভক্ত হয়ে জামায়াতের টিম সব শহীদ পরিবারের বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহ করেছে। সংগৃহীত ৭১৭ জনের তথ্য সম্বলিত আড়াই হাজার পৃষ্ঠার এই ১০ খন্ডের বইটি প্রকাশ করা হয়েছে।’

তথ্য সংগ্রহের কাজ চলমান রয়েছে জানিয়ে গোলাম পরওয়ার বলেন, ‘আরও ৯৩ জনের তথ্য নিয়ে বই সংকলনের কাজ চলছে। যতক্ষণ তথ্য আসবে, শহীদদের সংকলন ততক্ষণ চলতে থাকবে।’