নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৪ই ফেব্রুয়ারি ২০২৫, ১৬:০১
নাটোরের বড়াইগ্রাম থানার সামনে ভারতীয় সিনেমার গানে নেচে সম্প্রতি ভাইরাল হয়েছিলেন আওয়ামী লীগ নেত্রী শিউলি বেগম। তাকে আটক করেছে পুলিশ। সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বড়াইগ্রাম পৌর এলাকার উত্তরপাড়া মহল্লার বাসা থেকে শিউলিকে আটক করা হয়। তিনি বড়াইগ্রাম পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি।
এর আগে ওইদিন দুপুরে বড়াইগ্রাম থানা কমপাউন্ডের ভেতর প্রবেশ করে মূল ভবনের ফটকের সামনে ‘ওরে মন কথা শোন, যাবি চল বৃন্দাবন। নাগরের নাগর দোলায় দুলবি নাকি বল। ওরে বাঁচাও আমায়। সুন্দরী চোর মনের ফাঁদে ঢুকেছে, পুলিশ চোরের প্রেমে পড়েছে ও দারোগা পুলিশ চোরের প্রেমে পড়েছে- গেয়ে টিকটক ভিডিও তৈরি করেন আওয়ামী লীগের এই নেত্রী। পরে সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার সৃষ্টি হয়। রাতেই অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে শিউলি বেগমকে আটক করে পুলিশ।
বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মাহাবুবুর রহমান আওয়ামী লীগ নেত্রী শিউলিকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।