নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৫ই ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৪৩
সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেনে ঢাকা-চট্টগ্রাম দুই পুঁজিবাজারের সূচকের পতন হয়েছে। এক্সচেঞ্জ হাউস দুটির প্রধান সূচক থেকে শুরু করে সবকটি সূচক কমেছে উল্লেখযোগ্য হারে। আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ১০ পয়েন্ট। এছাড়া শরীয়াভিত্তিক ডিএসইএস ৪ এবং ব্লু-চিপ ডিএস-৩০ এর সূচক কমেছে ৬ পয়েন্ট।
লেনদেন হওয়া ৩৯৮ কোম্পানির মধ্যে দাম কমেছে বেশিরভাগ কোম্পানির। ১০৫ কোম্পানির দাম বাড়লেও কমেছে ২০৪ কোম্পানির এবং অপরিবর্তিত আছে ৮৯ কোম্পানির শেয়ারের দাম।
‘এ’ ক্যাটাগরির কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৫৩, কমছে ১১৯ এবং অপরিবর্তিত আছে ৪৬ কোম্পানির শেয়ারের দাম। ‘বি’ ক্যাটাগরিতে দাম বেড়েছে ২৯, কমেছে ৪৭ এবং অপরিবর্তিত আছে ১৫ কোম্পানির শেয়ারের দাম। ‘জেডে’ দাম বেড়েছে ২৩, কমেছে ৩৪ এবং অপরিবর্তিত আছে ২৮ কোম্পানির শেয়ারের দাম।
নতুন ৪ কোম্পানি ‘এন’ ক্যাটাগরির সবকটি শেয়ারের দাম কমেছে। ৩৭ মিচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ৫, কমেছে ১০ এবং অপরিবর্তিত আছে ২২ কোম্পানির শেয়ারের দাম। দুটি করপোরেট বন্ডের মধ্যে একটির দাম কমেছে, আরেকটির বেড়েছে। ব্লক মার্কেটে ২৯ কোম্পানির ২১ লাখ শেয়ার ৮ কোটি ৯৬ লাখ টাকায় বেচাকেনা হয়েছে।
খাতভিত্তিক শেয়ারে তালিকাভুক্ত ৩৬ ব্যাংকের মধ্যে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম ছিল অপরিবর্তিত। এর মধ্যে দাম বেড়েছে ৭ এবং কমেছে ১০ ব্যাংকের শেয়ারের দাম। ব্যাংকখাতে দরবৃদ্ধির শীর্ষে আছে মিডল্যান্ড ব্যাংক এবং দরপতনের শীর্ষে গ্লোবাল ইসলামী ব্যাংক।
লেনদেন হওয়া খাতে টেক্সটাইলের দাম বেড়েছে ২ দশমিক ১৪ শতাংশ। এছাড়া ব্যাংক, সিমেন্ট এবং করপোরেট বন্ড খাতে দাম বেড়েছে। খাতভিত্তিক দরপতনে কাগজশিল্প, আইটি খাত, আবাসন এবং টেলিযোগাযোগ খাতের শেয়ারের দাম কমেছে উল্লেখযোগ্য হারে।
বৃহস্পতিবার ডিএসইতে দাম বৃদ্ধির তালিকায় শীর্ষে আছে মালেক স্পিনিং মিলস। এক দিনের লেনদেনে কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ৯ দশমিক ৬ শতাংশ। অন্যদিকে দরপতনে শীর্ষ কোম্পানি ওইমেক্স ইলেকট্রোডের দাম কমেছে ৯ দশমিক ৩৩ শতাংশ।
একদিনের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৫৭ কোটি টাকা। লেনদেনের পাশাপাশি কমেছে শেয়ার বেচাকেনার পরিমাণও। ডিএসইতে মোট ৩৫৬ কোটি ২৬ লাখ টাকার শেয়ার এবং ইউনিট লেনদেন হয়েছে, যা গতদিন ছিল ৪১৩ কোটি টাকা।
একইভাবে পতনের ধারা বজায় আছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই)। বৃহস্পতিবার সিএসই'র সার্বিক সূচক কমেছে ৬৯ পয়েন্ট। লেনদেন হওয়া ১৯২ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৫৯, কমেছে ১০৪ এবং অপরিবর্তিত আছে ২৯ কোম্পানির শেয়ারের দাম।
সিএসইতে ২০ লাখ ২১ হাজার শেয়ার ১ হাজার ৮০২ বার হাতবদল হয়ে মোট ৫ কোটি ৬৭ লাখ টাকার লেনদেন হয়েছে।